৭২ ঘণ্টায় ফোন ডেলিভারি চালু করলো স্যামসাং বাংলাদেশ

৪ মে, ২০২০ ১৫:১৩  
করোনা পরিস্থিতে ঘরে বসেই মোবাইল ফোন কেনা এবং প্রাপ্তির সুবিধা চালু করেছে স্যামসাং বাংলাদেশ। এজন্য চালু করেছে অনলাইন গ্যালাক্সিশপ (Galaxyshopbd.com)।  এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্যামসাং এর সব ধরনের ফোন ও ট্যাব অর্ডার করা যাবে। আর অর্ডার করার ৭২ ঘণ্টার মধ্যে দেশজুড়ে বিনামূল্যে অর্ডার পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান। তিনি জানিয়েছেন, সকল হোম ডেলিভারির ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত সতর্কতা নেয়া হবে। তিনি  জানান, সামাজিক দূরত্বের কারণে এখন একে অপরের সাথে যুক্ত থাকতে কিংবা বিনোদনের কাজেও মানুষ এখন স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে। এই প্রতিকূল সময়ে, দেশের মানুষের স্বস্তি ও সুবিধার কথা বিবেচনা করে স্যামসাংয়ের পণ্যসমূহের অনলাইন অর্ডারের জন্য অফিশিয়াল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।